Membership Guideline

ঢাকা বিশ্ববিদ্যালয় রসায়ন বিভাগের সকল এলামনাইদের জানাই উষ্ণ শুভেচ্ছা। ৩য় সাধারণ বার্ষিক সাধারণ সভা এবং মিলন মেলা ২০২৪ এ অংশগ্রহণকারী সবাইকে জানাই অভিনন্দন। গত সভায় কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয় যার মধ্যে কয়েকটি নিম্নে উল্লেখ করা হলো: 

১।   এতোদিন বিদেশে অবস্থানকারী গ্র‍্যাজুয়েট এবং দেশে অবস্থানকারীদের আজীবন সদস্য ফি ভিন্ন ছিল যা নিয়ে আমাদের অনেকের মধ্যে একটা ক্ষোভ ছিল। এই বছর থেকে আপনি বিশ্বের যেখানেই থাকুন না কেন সবাই অনলাইনের মাধ্যমে ৫০০০ টাকা ফি প্রদানের মাধ্যমে আপনি আমাদের প্রাণের বিদ্যাপীঠের আজীবন সদস্য হতে পারবেন।

২। নতুন গ্র‍্যাজুয়েটবৃন্দ ফলাফল প্রকাশের ২ বছরের মধ্যে মাত্র ২০০০ টাকা দিয়ে আজীবন সদস্য হতে পারবে।

৩। যে সকল সদস্য এই বছর ৩০০০ টাকা দিয়ে মিলনমেলায় অংশগ্রহণ করেছেন, আপনারা এই বছরের মধ্যে বাকী ৪০০০ টাকা প্রদান করে আজীবন সদস্য হতে পারবেন। আপনার রশিদটি সংরক্ষণ করবেন। এই বিষয়ে আমরা অনলাইনে প্রয়োজনীয় পদক্ষেপ নিব। পরবর্তীতে আপনাদের অন্যান্য বিষয়ে আপডেট দিব। সবাইকে অসংখ্য ধন্যবাদ।